
১৫ই জুন রাতে ভারতের সেনাদের ওপর হামলা চালিয়েছিল চিনের সেনা। কাঁটাতার জড়ানো লাঠি, পাথর দিয়ে অতর্কিতে ভারতীয় জওয়ানদের ওপর করা হামলায় প্রাণ হারিয়েছিল ২০ জন ভারতীয় জওয়ান। ভারতও তার জবাব দিয়েছে কিন্তু এতজন জওয়ানের মৃত্যুকে মোটেই হালকা ভাবে নেয়নি ভারতের মানুষ সহ প্রশাসন কেউই। বারবার চিনা দ্রব্য বয়কট করার ডাক উঠেছে দেশজুড়ে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজে জানিয়েছিলেন সেনাদের এই আত্মত্যাগ ভুলবেনা দেশ
এইবার প্রত্যঘাত হানলো ভারত। চিনা দ্রব্য হয়তো বয়কট করা সম্ভব নয় কিন্তু চিনের একাধিক অ্যাপ ভারতে তাদের ব্যবসা চালাচ্ছে রমরমিয়ে। আর এই তালিকায় সবার প্রথমে রয়েছে ‘টিকটক’। বহুদিন ধরেই এই এপ্লিকেশনটি নিয়ে বিতর্ক উঠেছে গোটা দেশজুড়ে। বহু মানুষ টিকটক থেকে নিজেদের সরিয়ে নেওয়ার সাথে সাথে বাকিদেরকেও আনইনস্টল করার পরামর্শ দিয়েছেন। এবার মোদি সরকার সরাসরি নিষিদ্ধ করে দিল চিনের ৫৯ টি এপ্লিকেশন।
জেন্ডার, শেয়ার ইট, টিকটক, ইউসি ব্রাউজারের মতো প্রয়োজনীয় এপ্লিকেশন রয়েছে এই লিস্টে। বহুদিন ধরেই ইউজারদের ব্যক্তিগত তথ্য চুরির অভিযোগে আসছিল এই এপ্লিকেশনগুলি থেকে। এবার সরাসরি নিষিদ্ধ করে দেওয়ার ফলে চিনকে কড়া জবাব দেওয়ার প্রাথমিক ধাপ সম্পন্ন করা হল বলে মনে করছেন অনেকেই।
Leave a Reply