
আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন এমপি বলেছেন, ‘রাষ্ট্রের বিভিন্ন পেশায় এবং সমাজের বিভিন্ন স্তরে নারীদের অংশগ্রহণ আজ দৃশ্যমান। বাংলাদেশের নারীরা আপন মহিমায় অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাচ্ছে।’
রবিবার সকালে ফরিদপুরে কবি জসীমউদ্দীন হলে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা প্রশাসন ও জেলা মহিলা অধিদপ্তরের আয়োজনে, জেলা প্রশাসক অতুল সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান মো. লোকমান হোসেন মৃধা, পুলিশ সুপার মো. আলীমুজ্জামান বিপিএম (সেবা), জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট সুবোল চন্দ্র সাহা । অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জেলা মহিলা অধিদপ্তরের উপপরিচালক মাশউদা হোসেন।
খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘নারী জাগরণের পথিকৃৎ যারা তাদের পদাঙ্ক অনুসরণ করেই শত বাধা অতিক্রম করে নারীরা এগিয়ে যাচ্ছে। বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা করে সাহসিকতার সাথে এগিয়ে যাচ্ছে বাংলাদেশের নারীরা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ নারী উন্নয়নের রোল মডেল। আলোকিত নারী তৈরিতে প্রধানমন্ত্রীর অবদান মাইলফলক হয়ে থাকবে।’
এর আগে কবি জসীমউদ্দীন হল প্রাঙ্গণে সকাল ৯.৩০টায় বেলুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করেন প্রধান অতিথি।
এসময় আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ঝর্ণা হাসান, শহর আওয়ামী লীগ সভাপতি নাজমুল ইসলাম খন্দকার লেভী, সাধারণ সম্পাদক চৌধুরী বরকত ইবনে সালাম, কোতোয়ালী আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আ. রাজ্জাক মোল্লা, জেলা যুবলীগ আহ্বায়ক এএইচএম ফুয়াদ, ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি ইমতিয়াজ হাসান রুবেল প্রমুখ।
Leave a Reply